জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, সংবর্ধনা, ও প্রকাশনা উৎসবে বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ
শেখ কামরুল ইসলাম : ‘ বিনাশী আঁধার অশুভ কালো সাহিত্য আনবে ঋব্দ আলো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাহিত্য সম্মেলন, সংবর্ধনা, কর্মশালা ও প্রকাশনা উৎসব ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে জেলা সাহিত্য পরিষদের আয়োজনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহীদুর রহমানের সভাপতিত্বে সাহিত্য সম্মেলন, সংবর্ধনা, কর্মশালা ও প্রকাশনা উৎসবে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার কবি ও কথা শিল্পী মো. আবদুস সামাদ ফারুক। তিনি বক্তব্যে বলেন, সাহিত্যের একটি অসাধারণ শক্তি ও তেজ আছে। সাহিত্য মানুষকে উজ্জীবিত করে। আমাদের প্রকৃতি দেশকে অপরুপ রুপে মোহিত করে রেখেছে। আমাদের বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতিতে দিন দিন এগিয়ে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, বিশেষ সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মো. আবুল কালাম বাবলা, বিষয়ভিত্তিক আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল মান্নান, হোসেন উদ্দিন হোসেন, আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক গাজী আজিজুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, এন.টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী ও জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, চিত্র শিল্পী এম.এ জলিল, অধ্যাপক মোজাম্মেল হক, আব্দুর রব ওয়ার্ছি, শিক্ষক মন্জুরুল হক, তৃপ্তি মোহন মল্লিক, মনিরুজ্জামান ছট্টসহ জেলার সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দিলরুবা রোজ।