আগামী ৯-১১ জানুয়ারি ২০১৭ শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়ন মেলা-২০১৭

সাতক্ষীরায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৭ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরায় উন্নয়ন মেলা ২০১৭ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আগামী ০৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। এ মেলা প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি জনগনকে সরকারের উন্নয়ন কাজে সম্পৃক্ত করণ ও সরকারের মুখপাত্র হিসেবে প্রচারণায় অংশগ্রহন হলো মেলার উদ্দেশ্য ও লক্ষ্য। এবারের উন্নয়ন মেলার প্রতিপাদ্য বিষয় হলো উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মুলমন্ত্র। এবারের মেলায় সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-ব্যাংক বীমা, এনজিও প্রতিষ্ঠানের মোট ৭৭টি স্টল দেওয়া হবে। মেলার উদ্বোধণী দিনে ০৯ জানুয়ারী সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভা যাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হবে। ঐদিন দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঐদিন দুপুর আড়াইটায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হবে। ঐদিন বিকাল সাড়ে ৪টায় মেলা প্রাঙ্গনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। মেলার দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা। ঐদিনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিনে ১১ জানুয়ারী সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে চিত্রাংকন প্রতিযোগিতা এবং দুপুর আড়াইটায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানান হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাক এম কামরুজ্জামান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীসহ প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

 

উন্নয়ন মেলা-২০১৭ এর প্রেস ব্রিফিং

শনিবার বিকাল ৪টায়unnamed

আগামী ৯-১১ জানুয়ারি ২০১৭ শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়ন-২০১৭। এ মেলা উপলক্ষ্যে আগামী ৭ জানুয়ারি শনিবার বিকেল ৪ (চার) টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। উক্ত প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

অনুরোধক্রমে-

 

এ, এন, এম, মঈনুল ইসলাম

উপ-পরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি)

সাতক্ষীরা।

মোবাইল ফোন: ০১৭১২২৮৮১৭০

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।