কাল্পনিক মামলা দেওয়া হচ্ছে : যশোর বিএনপি

ক্রাইমবার্তা রিপোট: পুলিশ কর্তৃক নেতাকর্মীদের নামে কাল্পনিক মামলা দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে যশোর জেলা বিএনপি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সংবাদ

সম্মেলনে বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালনে মিছিল ও সভা করার জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়। এরপর ৫ জানুয়ারির আগে-পরে পুলিশ কাল্পনিক ঘটনার বর্ণনা দিয়ে চারটি মামলা করেছে। এতে নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের প্রায় ৮০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া ২৫-২৬ নেতাকর্মীকে আটক করে বিভিন্ন মামলায় চালান দিয়েছে পুলিশ।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী শাসক দলকে রক্ষা করার জন্য বল্গাহীনভাবে বিরোধী মতাবলম্বীদের নামে মামলা দিচ্ছে। কিন্তু এভাবে কোনো রাজনৈতিক দলকে স্থবির ও শাসকদের রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘস্থায়ী করা যাবে না।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহসভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজমসহ নেতারা উপস্থিত ছিলেন।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।