বঙ্গবন্ধু পাঠাগার ও যাদুঘর সংস্কার কাজের পরিদর্শণ করলেন এমপি রবি

বঙ্গবন্ধু পাঠাগার ও যাদুঘর সংস্কার কাজের পরিদর্শণ করলেন এমপি রবি ad
শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরাবাসীর দীর্ঘ দিনের কাঙ্খিত প্রত্যাশা বঙ্গবন্ধু পাঠাগার ও যাদুঘর। সেই বঙ্গবন্ধু পাঠাগার ও যাদুঘর নির্মিত হচ্ছে পৌর অডিটোরিয়ামের দ্বিতীয় তলায়। শনিবার সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সংস্কার কাজ পরিদর্শন করেন সদর-০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। দ্বিতল ভবনটি সংস্কার কাজে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে। সংস্কার কাজ শেষ হলে সাতক্ষীরার সাহিত্য ও সংস্কৃতিতে আমুল পরিবর্তন হবে। ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়েছিল। সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, খুব শ্রীঘ্রই বঙ্গবন্ধু পাঠাগার ও যাদুঘর এর সংস্কার কাজ সমাপ্ত করে জন সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে ধরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু পাঠাগার ও যাদুঘর এর সংস্কার কাজে সহযোগিতা করার আহবান জানান।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।