কাল্পনিক মামলা দেওয়া হচ্ছে : যশোর বিএনপি

ক্রাইমবার্তা রিপোট: পুলিশ কর্তৃক নেতাকর্মীদের নামে কাল্পনিক মামলা দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে যশোর জেলা বিএনপি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সংবাদ

সম্মেলনে বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালনে মিছিল ও সভা করার জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়। এরপর ৫ জানুয়ারির আগে-পরে পুলিশ কাল্পনিক ঘটনার বর্ণনা দিয়ে চারটি মামলা করেছে। এতে নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের প্রায় ৮০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া ২৫-২৬ নেতাকর্মীকে আটক করে বিভিন্ন মামলায় চালান দিয়েছে পুলিশ।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী শাসক দলকে রক্ষা করার জন্য বল্গাহীনভাবে বিরোধী মতাবলম্বীদের নামে মামলা দিচ্ছে। কিন্তু এভাবে কোনো রাজনৈতিক দলকে স্থবির ও শাসকদের রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘস্থায়ী করা যাবে না।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহসভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজমসহ নেতারা উপস্থিত ছিলেন।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।