সাতক্ষীরা পৌর ও উপজেলায় ভিক্ষুকমুক্ত করণে বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ

শেখ কামরুল ইসলাম :q সাতক্ষীরায় ভিজিএফ, ভিজিডি, মাতৃত্বকালীন ভাতার আওতায় এবং চেক, নগদ টাকা, ঢেউটিন, ছাগল ও অন্যান্য সামগ্রী বিকরণের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালালউদ্দিন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, ভোমরা ইউপি চেয়ারম্যান সদর ভূমি কর্মকর্তা কান্তিলাল সরকার, আজিজ হাসান, সার্ভেয়ার তারেকুল ইসলাম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো.শহিদুল ইসলাম , আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী প্রমুখ। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৪৮২জন ভিক্ষুককে পূনর্বাসনের লক্ষে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২৮ জনকে দুই ব্যান্ডেল ঢেউটিন ও জনপ্রতি ৬ হাজার টাকা নগদ প্রদান করা হয়। সদর উপজেলা পরিষদের অর্থায়নে ৫ জনকে ভ্যান, সদর উপজেলা পরিষদের অর্থায়নে ৬জনকে ছাগল ও অন্যান্য সামগ্রী প্রদান, বয়স্ক ও বিধবা ও প্রতিবন্ধী ভাতার আওতায় ১৪৪জনকে চেক প্রদান করা হয়। এ সময় ৬০ জন ভিক্ষুককে ১ টি করে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান।

 

সাতক্ষীরা পৌর এলাকায় ভিক্ষুকমুক্ত করণের লক্ষ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ

শেখ কামরুল ইসলাম : খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করণ কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভার ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। dca

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, জ্যোৎন্সা আরা, কাজী ফিরোজ হাসান, ফারহা দিবা খান সাথি, সৈয়দ মাহমুদ পাপা, শেখ আব্দুস সেলিম, অনিমা রানী মন্ডল, শাহিনুর রহমান শাহিন, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, মো. শহিদুল ইসলাম, পৌর প্রকৌশলী নাজমুল করিম, সচিব সাইফুর ইসলাম বিশ্বাস, সহকারি প্রকৌশলী কামরুল আক্তার, হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন তালুকদার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপ-সহকারি প্রকৌশলী মাসুদ রানা, এস.ও সাগর দেবনাথ, প্রধান সহকারি প্রশান্ত ব্যানার্জী, ষ্টোর কিপার মীর নাসের আলী প্রমুখ। প্রথম ধাপে পৌর এলাকার ১৫ জন ভিক্ষুককে ৪৭ হাজার টাকা মূল্য মানের হাঁস-মুরগী ও ছাগল প্রদান করা হয়।

ক্যাপশন : সাতক্ষীরা পৌরসভায় ভিক্ষুকমুক্ত করণে বিভিন্ন সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।