ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৫ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক নির্দেশে তাঁকে বরখাস্ত করা হয়। কিশোরী আফরোজা খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গত ১০ ডিসেম্বর তাঁর নামে মামলা হয়।
আফরোজার পরিবারের ভাষ্য, মেয়েটি ৯ ডিসেম্বর সোনাবাড়িয়া বাজারের একটি দোকানে মুঠোফোনে টাকা ভরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন এক ছেলেসহ আফরোজাকে আটক করে ‘আপত্তিকর সম্পর্কের’ অভিযোগ তোলেন। পরে তাদের বেঁধে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে চেয়ারম্যান দুজনকে গালাগাল ও মারধর করেন। ১০ ডিসেম্বর দুপুরে আফরোজা আত্মহত্যা করে।
এ ঘটনায় আফরোজার ভাই ইব্রাহিম খলিল বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামসহ ছয়জনকে আসামি করে মামলা করেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …