বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি বিস্ফোরক মামলার প্রতিবেদ দাখিলের তারিখ পিছিয়েছেন আদালত।
গুলশান থানায় খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা বোমা হামলার এ প্রতিবেদন আগামী দাখিলের জন্য ২০ ফেব্রুয়ারি ধার্য করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম।
রোববার এই মামলার প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকার মহানগর হাকিম নূর নবী এ দিন ধার্য করেন।
২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করতে গুলশানে জড়ো হয় মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।
গুলশান থানায় খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা বোমা হামলার এ প্রতিবেদন আগামী দাখিলের জন্য ২০ ফেব্রুয়ারি ধার্য করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম।
রোববার এই মামলার প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকার মহানগর হাকিম নূর নবী এ দিন ধার্য করেন।
২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করতে গুলশানে জড়ো হয় মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।
এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় ২০ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।