ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে তার দেশের সুসম্পর্কের বিরোধিতাকারীদেরকে ‘নির্বোধ অথবা বোকা’ মানুষ হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প বলেছেন, “রাশিয়ার সাথে সুসম্পর্ক থাকা একটি ভালো বিষয়, এটি খারাপ কিছু নয়। শুধুমাত্র নির্বোধ অথবা বোকা মানুষেরাই এটাকে খারাপ ভাবে।”
শনিবার ধারাবাহিক বেশ কয়েকটি টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, তার প্রশাসনের দায়িত্ব পালনের সময় রাশিয়া ওয়াশিংটনকে প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলের চেয়ে ‘অনেক বেশি’ সম্মান করবে।
গত নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যে রিপোর্ট দিয়েছে তাও প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিশ্বব্যাপী আমরা বহু সমস্যার মোকাবিলা করছি; নতুন করে আর সমস্যা তৈরি করা ঠিক হবে না।
২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ট্রাম্পের পক্ষ হয়ে কাজ করায় তার প্রধান প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিনটন পরাজিত হন বলে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন দাবি করছে, তারা হিলারি ক্লিনটনের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন।
কিন্তু নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়টি নিয়ে ঘাঁটাঘাঁটি পছন্দ করছেন না। তিনি বরং প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে রাশিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চান। ট্রাম্প তার ধারাবাহিক টুইটার বার্তায় আরো বলেছেন, তার শাসনামলে বিশ্বের দুই বড় শক্তি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া অসংখ্য সমস্যা সমাধানে একসাথে কাজ করতে পারবে।
সূত্র : ওয়েবসাইট