ক্রাইমবার্তা রিপোট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধীদলের কর্মসূচির কথা শুনলেই ক্ষমতাসীনদের মসনদ কেঁপে ওঠে। কারণ জনগণই তাদের মূল আতঙ্ক। আজ রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রিজভী বলেন, বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার এবং সভা-সমাবেশের ওপর হামলা ও বাধা দেওয়ার ঘটনায় তারা জনগণের কাছে ক্রমাগত নিন্দিত হচ্ছে। তিনি বলেন, সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালায় এবং ব্যাপক বাধা প্রদান করে। গতকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে বাড়িতে হানা দেয় এবং বেশ কিছু নেতাকর্মীদের গ্রেফতার করে। এমনকি নেতাকর্মীদের না পেয়ে পুলিশ বাড়ির মহিলা ও শিশুদের সঙ্গে অশালীন ব্যবহার করে। আজকের কর্মসূচি সফল হয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের সকল বাধা ও উৎপীড়ন উপেক্ষা করে দলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক সকল কর্মসূচি সফল করছে। দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ। এ সময় বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের হামলা ও নির্যাতন নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দাও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …