বিশ্ব ইজতেমার মতবিনিময়সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বিশ্বইজতেমা সুন্দর-সফল হবে

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী বিশ্বইজতেমা সুন্দর হবে। আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী সব সময় বিশ্বইজতেমার প্রতি খেয়াল রাখছেন, আরো কি সহযোগিতা করা যায় তারও খোঁজ খবর নিচ্ছেন তিনি। হজ্বের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হলো বিশ্বইজতেমা। কে কোন রাজনীতি করেন তার ভেদাভেদ ভুলে তারা এখানে কাজ করেন।

গাজীপুরের টঙ্গীতে বিশ্বইজতেমার চ’ড়ান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ওইসব কথা বলেন। 20

বিশ্বইজতেমাকে ঘিরে কোন জঙ্গী সংগঠনের হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন হুমকি আমাদের কাছে নেই। আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকষ। কাজেই আমরা মনে করি যা কিছুই চিন্তা ভাবনা আছে সবগুলো মাথায় নিয়েই আমরা কাজ করছি।

অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আরো আলোচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুর মহানগর আওয়ামীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্বইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।