নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। রবিবার শেষ ম্যাচে ২৭ রানে হারে টাইগাররা। সেই হারের সঙ্গে সঙ্গে মাশরাফির চোট চিন্তার ভাঁজ ফেলেছে বাংলাদেশ শিবিরে।
যদিও সেই চোট সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। মাশরাফির চোটের ধরন জানতে খেলা শেষ হওয়ার আগেই তাকে স্ক্যানের জন্য তারংগা হাসপাতালে নেওয়া হয়েছে। বোলিংয়ের সময় ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পান তিনি।
এখানকার স্ক্যানিং এর সুযোগ সুবিধা সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ হয়ে যায় বলে তাকে আগেভাগে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে এই ম্যাচে চোট পেয়েছিলেন ইমরুল কায়েসও। ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনে উল্টে পড়ে চোট পান তিনি। তবে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ইমরুলের চোট গুরুতর নয়।