ক্রাইমবার্তা রিপোট: গত বছর সারাদেশে অন্তত ১ হাজার ৫০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে বাংলাদেশ মহিলা পরিষদ দাবি করেছে। রোববার এক সাংবাদিক সম্মেলনে পরিষদের নেত্রীরা এ দাবি জানান। পরিসংখ্যান তুলে ধরে তারা বলেন, গত বছর ধর্ষণ করার পর ৪৪ জন নারীকে হত্যা করা হয়েছে। ১৬৬ জনকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ নারীদের জন্যে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
রাজধানীর সেগুনবাগিচায় পরিষদের কার্যালয়ে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে তারা আরো জানান, গত বছর ১২০ জন নারী যৌন হেনস্তার শিকার হয়েছেন। ডেইলি স্টার থেকে