ক্রাইমবার্তা রিপোট: মো:নজরুল ইসলাম, ঝালকাঠি:: আগামী ৯,১০ ও ১১ জানুয়ারী ২০১৭ ইং নলছিটিতে উন্নয়ন মেলা উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে এক সংবাদ সম্মেলন বিকাল ৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ভিশন-২০২১ ও ভিশন ২০৪১ অর্জনে সরকারের উন্নয়ন কার্যক্রমের সাফল্যগাঁথা জনগনের সামনে তুলে ধরতে দেশব্যাপি যে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে তার কার্যক্রম তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন। সংবাদ সম্মলে বক্তব্য তুলে ধরেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ কামরুল হুদা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন সহ সরাকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরতে ৩ দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন নলছিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ডাঃ ইউসুফ আলী তালুকদার, সাংবাদিক ফোরামের সভাপতি প্রভাষক মেজবাহ্ উদ্দিন খান রতন, ঝালকাঠী অনলাইন সাংবাদিক ক্লাবের আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন সাংবাদিক ইঞ্জিঃ গোলাম মাওলা শান্ত, মোঃ মিজানুর রহমান, ইঞ্জিঃ হাসান আলম সুমন, খলিলুর রহমান মৃধা, এইচএম সিজার, প্রভাষক আমির হোসেন, সাইদুল ইসলাম মোল্লা, মোঃ কামাল হোসনে, মোঃ জসিম উদ্দিন, আবুল হাসান, শরিফুল ইসলাম পলাশ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদা বলেন এই উন্নয়ন মেলাকে উৎসব মুখর করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩ দিন ব্যাপী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। মেলায় ৫০টি স্টলে বিভিন্ন দপ্তর, সংগঠন, এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরা হবে।
Check Also
সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ …