যুবককে পেটানো দুই পুলিশকে তলব

ক্রাইমবার্তা রিপোট: ঘুষ না পেয়ে যশোরে থানায় এক যুবককে ঝুলিয়ে পেটানোর ঘটনায় অভিযুক্ত এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমানকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২৫ জানুয়ারি হাইকোর্টে উপস্থিত হয়ে এ ঘটনায় তাদের ব্যাখ্যা দিতে হবে।
রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
একই সঙ্গে কেন দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 2
স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিআইজি খুলনা, যশোরের পুলিশ সুপার, যশোর কোতোয়ালি থানার ওসি ও অভিযুক্ত এসআই এবং এএসআইকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য যশোর পুলিশ সুপারকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।
এর আগে গত বুধবার আবু সাঈদ (৩০) নামের যুবককে আটক করেন যশোর কোতোয়ালি থানার গোয়েন্দা টিমের এসআই নাজমুল ও এএসআইই হাদিবুর রহমান।
পরে আটক যুবকের কাছে ২ লাখ টাকা দাবি করেন ওই দুই কর্মকর্তা। ঘুষ দিতে অস্বীকার করায় আবু সাঈদকে হ্যান্ডক্যাপ পরিয়ে থানার মধ্যে দুই টেবিলের মাঝে বাস দিয়ে উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়। পরে ৫০ হাজার টাকা দিয়ে রাতেই ছাড়া পান সাঈদ।
গত ৬ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিকে এ খবর প্রকাশিত হয়। এ খবরেই দৃষ্টি আকর্ষণ হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।