আবার শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে দলের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। সীমিত ওভারের ক্রিকেটের সবকটি ম্যাচই হেরেছে বাংলাদেশ দল। অলরাউন্ডার সাকিব আল হাসানের পারফরম্যান্স যে খুব একটা ভালো হয়েছে, তা-ও কিন্তু নয়। তার পরও বছরের শুরুতে একটা সুখকর সংবাদ পেলেন তিনি। ওয়ানডের

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি।

সোমবার আইসিসির প্রকাশিত এই র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থান থেকে আবার শীর্ষে উঠেছেন সাকিব। তাই দ্বিতীয় স্থানে নেমে গেছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

সাকিব ৩৭৭ রেটিং পয়েন্ট পেয়েই সবার ওপরে ওঠেন। আর ম্যাথিউসের সংগ্রহ ৩৩৫ পয়েন্ট। এ তালিকায় ১০ জনের মধ্যে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার নেই।

অবশ্য টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। টেস্টে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের পয়েন্ট ৪০৫।

টি-টোয়েন্টিতে সাকিবের ওপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। অসি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩৮৮ এবং সাকিবের ৩৪৬।

অবশ্য একসময় তিন ঘরানার ক্রিকেটেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। মাঝখানে ফর্ম খরার কারণে এই স্থান হারালেও আবার ধীরে ধীরে শীর্ষস্থান ফিরে পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।