অ্যাকশন-কন্যা হয়ে শাকিবের সঙ্গে ফিরছেন বুবলী

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: ‘অহংকার’ ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শাকিব খান ও শবনম বুবলী। আগামীকাল মহরতের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও দুদিন পিছিয়েছে ছবির শুটিং। ১২ জানুয়ারি ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এ ছবিতে বুবলীকে দেখা যাবে বেশ চঞ্চল আর মারকুটে ভূমিকায়।

শুটিংয়ের জন্য এফডিসির কড়ইতলায় সেট নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হতে আরো দিনদুয়েক লাগবে বলে জানিয়েছেন ছবির প্রধান সহকারী পরিচালক মোহাম্মদ আকরাম। ছবিটি পরিচালনা করছেন শাহাদাৎ হোসেন লিটন।

মোহাম্মদ আকরাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামীকাল ১০ তারিখ ছবির মহরতের মধ্য দিয়ে শুটিং করার কথা ছিল। এফডিসির কড়ইতলায় যে সেট নির্মাণ করছি, সেটির কাজ আরো দুদিন সময় লাগবে। তাই ছবির শুটিং দুদিন পিছিয়েছি। আশা করি, আগামী ১২ তারিখ মহরতের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু করতে পারব।’

ছবির জন্য তৈরি বলে জানিয়েছেন শবনম বুবলী। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আমি একেবারেই রেডি। এই কয়েক মাস আমি ছবির গল্প অনুযায়ী নিজেকে তৈরি করেছি। আশা করি, দর্শক আমার মাঝে নতুন কিছু পাবে। আমিও চেষ্টা করছি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে।’

কী ধরনের প্রস্তুতি ছিল ছবির জন্য—জানতে চাইলে বুবলী বলেন, ‘ছবিতে আমার চরিত্রটা একেবারেই চঞ্চল প্রকৃতির একটি মেয়ে। এমনিতে আমি অনেক শান্ত আর ঘরকুনো। এর আগের দুই ছবিতে আমার কোনো ফাইট ছিল না, কিন্তু এই ছবিতে আমি অ্যাকশন-কন্যা। তাই নিয়মিত ফাইট শিখেছি, প্র্যাকটিস করেছি।’

এ ছবির জন্য নিজের ওজনও বাড়াতে হয়েছে বুবলীর। তিনি এ বিষয়ে বলেন, ‘সবচেয়ে কঠিন বিষয় ছিল এটা। নিজের ওজন বাড়িয়েছি দুই-তিন কেজির মতো। একদিকে কঠোর পরিশ্রম, অন্যদিকে ওজন বাড়াতে হবে। এ দুটো বিষয়ের সমন্বয় করতে গিয়ে আমাকে অনেক হিসাব করে গত কয়েক মাস চলতে হয়েছে।’

ছবির প্রয়োজন ছাড়াও সময় নিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য পাচ্ছেন বুবলী। তিনি বলেন, ‘আমি আসলে একটু বিরতি নিয়েই কাজ করতে চাই। একটা ছবিতে কাজ করার পর মাসদুয়েক সময় পেলে চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে পারি। আমি ইচ্ছা করেই এ সময়টুকু নিয়েছি। পরের ছবিগুলোর জন্যও পরিচালক-প্রযোজকের কাছে সময় চাইব।’

ছবির গল্প লিখছেন আবদুল্লাহ জহির বাবু। গত ঈদে দুই ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে বুবলীর রুপালি পর্দায় অভিষেক হয়।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।