ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি আর নেই

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমী রাফসানজানি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮২ বছর। দেশটির গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইরানে। আয়াতুল্লাহ রাফসানজানি ১৯৮৯ থেকে ৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। ২০০৫ সালে তৃতীয় দফায় নির্বাচন করে হেরে যান তিনি।

এরপরেও তিনি ইরানের রাজনীতিতে ব্যাপক প্রভাব রেখেছিলেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির সমর্থক ছিলেন তিনি।
ইরানের পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখা রাফসানজানি ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী রোববার তাকে তেহরানের একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন।
তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান প্রেসিডেন্ট হাসান রুহানি।

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।