পাইকগাছায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন পাইকগাছা প্রতিনিধি ॥

ক্রাইমবার্তা রিপোট:  পাইকগাছায় র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্ত্বর থেকে র‌্যালী শেষে সকাল ১১টায় উপজেলা চত্ত্বরে নবাগত নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। বক্তব্য রাখেন, ভেটোনারী ডাঃ শরিফুল ইসলাম, ওসি মারুফ আহম্মদ, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, ওসি (তদন্ত) জাবীদ হাসান, পল¬ী বিদ্যুতের ডিজিএম সঞ্জয় রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ছাত্রলীগনেতা আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলার প্রায় ৫০টি বিভিন্ন স্টল প্রদর্শন করেন।
28
পাইকগাছায় শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ বনভোজন ও স্মরণোৎসব পালিত
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ বনভোজন ও স্মরণোৎসব বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঠবাটী সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে পালিত হয়েছে। সোমবার দিবসের কর্মসূচীর মধ্যে ছিল প্রার্থনা, শিশু-কিশোরদের চিত্রাংকন, ভক্তিমূলক সংগীত ও সাধারণ সভা। পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সৎসঙ্গ কেন্দ্রের সহপ্রতি ঋত্বিক সুকুমার চন্দ্র বাছাড়, বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা বাগডাঙ্গা সৎসঙ্গ বিহারের সভাপতি সুপদ চক্রবর্তী, রনজিৎ মল্লিক, মুক্তিপদ মন্ডল, রতন ভদ্র, জগন্নাথ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন, মঠবাটী সৎসঙ্গ কেন্দ্রের সভাপতি প্রজিৎ কুমার রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিব শংকর রায়, সুশান্ত সরকার, দুলাল বিশ্বাস, সন্তোষ সরকার, সিদ্ধার্থ মল্লিক, বিবেকানন্দ ধর, সঞ্জয় সরকার, নারায়ন মন্ডল, পরিতোষ বিশ্বাস, জয় দেবনাথ, অনাদী বাড়ি প্রমুখ। সংগীত পরিচালনা করেন, শ্রীমতি শুক্লা রানী মন্ডল ও শ্রীমতি অনিমা রানী পাল।

মুক্তিযোদ্ধা জি,এম, কেরামত আলী বাংলাদেশ জনতা পার্টি’র চেয়ারম্যান হওয়ায় পাইকগাছার হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের অভিনন্দন
পাইকগাছা প্রতিনিধি ॥
বীরমুক্তিযোদ্ধা জি,এম, কেরামত আলী নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনতাপার্টি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিটি ফর হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন, পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, ফাউন্ডেশনের পরিচালক ও পাইকগাছা-কয়রার সমন্বয়ক মোঃ নিজাম উদ্দীন, চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, সচিব শেখ ফজলুর রহমান, আমিন উদ্দীন সরদার, গাজী বজলুর রহমান, এস,এম, শাহাবুদ্দীন শাহীন, তৃপ্তি রঞ্জন সেন, আনোয়ার হোসেন, মিনারুল ইসলাম, এ্যাডঃ জি,এ আব্দুস সাত্তার, ইদ্রিস আলী, জি,এম, মিজানুর রহমান, আবু সাহাব আলী, আজহারুল ইসলাম পল্টু, হাফিজুর রহমান রিন্টু, জহুরুল হক, এ্যাডঃ পিযুষ সরকার, এ্যাডঃ অরুন জ্যোতি মন্ডল, প্রশান্ত কুমার রায়, আব্দুর রাজ্জাক, অনুপ কুমার সরকার, রোহতাব উদ্দীন, আব্দুল আলি, আলহাজ্ব মোহাম্মদ আলী, এ্যাডঃ সেলিনা আক্তার, আব্দুল আজিজ, এস,এম, মিজানুর রহমান, ইলিয়াস হোসেন, জে,এম, কোরবান আলী, হিরন্ময় রায়, এ্যাডঃ ভবরঞ্জন বৈদ্য, মোবারক গাজী প্রমুখ।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।