ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: মাত্র তিন দিনের ব্যবধান৷ ফের হতাশ হয়ে মাঠ ছাড়লেন মেসি-সুয়ারেজরা৷ শেষ মুহূর্তে মেসির গোলে মান বাঁচায় বার্সা৷ না-হলে আরো অস্বস্তি বাড়ত লুইস হেনরিকের দলের৷ রোববার ভিলারিয়ালের বিরুদ্ধে ড্র (১-১) করে বার্সেলোনা৷
প্রথমার্ধ গোলশূন্য ছিল৷ কিন্তু দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৪৯ মিনিটে নিকোলা সানসোনের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। যদিও একগাদা সুযোগ নষ্ট করে বার্সার তারকা ফুটবলাররা৷ ভাগ্যও সঙ্গ দেয়নি মেসিদের৷ রেফারির বিতর্কিত সিদ্ধান্তও কম দায়ী নয়৷ বৃহস্পতিবারই কোপা দেল রে-তে অ্যাটলেটিকো বিলবাওয়ের কাছে (১-২) হারে বার্সেলোনা৷ এদিন ভিলারিয়ালের বিরুদ্ধে অল্পের জন্য হারের লজ্জা বাঁচায় মেসি-নেইমাররা৷ ম্যাচের ৯০ মিনিটে গোল শোধ করেন মেসি৷
বার্সেলোনা এদিন প্রথম সুযোগ পায় ২৪ মিনিটে৷ কিন্তু নেইমারের জোরালো শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। আট মিনিট পর সুয়ারেজের ক্রস ছ’গজ বক্সে পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ ব্রাজিলীও তারকা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে দুর্দান্ত প্রতি-আক্রমণে এগিয়ে যায় ভিয়ারিয়াল। মাঝ মাঠ থেকে বল নিয়ে ক্ষিপ্র গতিতে জেরার্ড পিকে ও জাভিয়ের মাসচেরানোর মধ্যে দিয়ে ডি’বক্সে ডান দিকে পাস দেন পাতো। ৭৩ মিনিটে নিশ্চিত পেনাল্টি পেতে পারতো বার্সেলোনা। মেসির শটে বাধা দিতে হাত বাড়িয়ে দেন ব্রুনো। এর কিছুক্ষণ পরেই আর্জেন্তাইন তারকার কোনাকুনি শট পোস্টে বাধা পায়। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে অবশেষে মেসি-জাদুতে সমতায় ফেরে বার্সেলোনা। ডি বক্সের কিছুটা বাইরে থেকে বাঁ পায়ের দারুণ ফ্রি-কিকে বল জালে জড়ান পাঁচবারের বর্ষসেরা আর্জেন্তাইন তারকা৷
এই ড্র-য়ের পর বার্সেলোনার পয়েন্ট হলো ১৭ ম্যাচে ৩৫। ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। আর ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ৷