ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :আফগান রাজধানী কাবুলের পার্লামেন্ট ভবনের সামনে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই বেসামরিক লোকজন। বিবিসি এ খবর জানিয়েছে।
তালেবান এই হামলা চালানোর দাবি করেছে। তারা বলেছে, হামলায় অন্তত ৭০ জন হতাহত হয়েছে।
হামলার টার্গেট ছিল একটি মিনিবাস। তাতে করে আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা এনডিএসের স্টাফরা ছিল বলে জানা গেছে।