ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রধান প্রকৌশলী মোঃ মকবুল হোসেনকে ওএসডি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার এক অফিসিয়াল আদেশে প্রকৌশল অফিসের কর্মকর্তা কে.এম আব্দুস সালামকে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রধান প্রকৌশলী মোঃ মকবুল হোসেন এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কাজে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ সমূহ তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাঃ মনিরুজ্জামানকে আহ্বায়ক ও ফলিত পদার্থ, ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমানকে সদস্য এবং রেজিস্ট্রারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে যথাশীঘ্র তদন্ত প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …