আমরা দিয়েছি বিদ্যুৎ, বিএনপি খাম্বা : প্রধানমন্ত্রী

ক্রাইমবার্তা রিপোট:আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দিয়েছি বিদ্যুৎ, বিএনপি দিয়েছে খাম্বা। রাস্তার পাশে শুয়েছিল খাম্বা। বিদ্যুতের খবর নাই।’ তিনি বলেন, ‘আজকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। কঠোর হস্তে সন্ত্রাস দমন করছি। তারা কী করেছে? মানুষ পুড়িয়ে মেরেছে। বিএনপির নেত্রী আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, মানুষ হত্যা করেছে। তিনি নির্বাচন করতে দেবেন না, নিজেও করবেন না। তারপর হত্যা শুরু করেন।’

মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ভূতের পা নাকি পেছন দিকে চলে। ওরা ভূত দেখেছিল কি-না জানি না।’ ‘সাত বছর পর ক্ষমতায় এসে দেখি ৩০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। তাদের দোসর কে? জামায়াতে ইসলামী। তারা কারা? যুদ্ধাপরাধী। তারা দেশকে পিছিয়ে দিয়েছে। তারা সন্ত্রাস, লুটপাট, জঙ্গিবাদ, বাংলা ভাই ছাড়া তারা কিছু দিতে পারেনি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘গণ-আদালতে এদের বিচার হবে। আপনি (খালেদা জিয়া) এতিমের টাকা চুরি করে খেয়েছেন, কোর্টে হাজিরা দিতে যান। একদিন যান, ১০ দিন যান না, ব্যাপারটা কি? কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ।’

তিনি আরো বলেন, ‘১০ জানুয়ারি জাতির পিতা যে কথা বলেছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা তার কাজ করে যাচ্ছি। আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করি। আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেছি। আমরা এখন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছি। সেটা বাস্তবায়ন করছি। আমরা দারিদ্র্যের হার ২২ ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য ৭-৮ ভাগে আনা।’

 

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।