ক্রাইমবার্তা রিপোট: পিরোজপুরের কাউখালীতে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শিক্ষক, শিক্ষার্থী ও বাসের চালকসহ ৩০ আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সকাল সাড়ে ৯টার দিকে কাউখালী উপজেলার বিড়ালজুরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্বরুপকাঠীর অলংকারকাঠী এম আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার বড়ালের ছেলে সমিত কুমার বড়াল জানান, সকালে স্কুলের শিক্ষর্থীরা দুটি বাসে করে বাগেরহাটে খানজাহান আলী মাজারের উদ্দেশে রওনা দেয়। বাস দুটিতে কয়েকজন শিক্ষকসহ তিনিও
সমিত কুমার বড়াল বলেন, ‘সকাল সোয়া ৮টার দিকে কাউখালীর বিড়ালজুড়ি এলাকায় আমাদের বহনকারী বাসটির সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়।’
কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি উদ্ধার কাজে অংশ নেই। আহতদের উদ্ধার কারে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা আড়াইশ শয্যা হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
উপজেলা চেয়ারম্যান আরও জানান, আহত ৩০ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।