কুচক্রী মহলের হাতে পড়তে হয় পরীমনিকে!

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: ভালো একজন শিল্পী হতে চান পরী ব্যানার্জি। তবে এই শিল্পী হতে গিয়ে সমাজের নানা কুচক্রী মহলের হাতে পড়তে হয় তাকে। সেখান থেকে তাকে উদ্ধার করেন নায়ক বাপ্পি চৌধুরী। এমনই একটি কাহিনী নিয়ে তৈরি হয়েছে পরীমনির নতুন ছবি ‘কত স্বপ্ন কত আশা’। যেটি মুক্তি পাবে আগামী ১৩ই জানুয়ারি। নতুন বছরে এটিই পরী অভিনীত মুক্তি পেতে যাওয়া প্রথম ছবি। এ ছবির কাহিনী, 11চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা ওয়াকিল আহমেদ। তিনি  বলেন, পরী ও বাপ্পির ক্যারিয়ারে সেরা ছবি হবে এটি। আমি মনে করি, দর্শক ছবিটি দেখে হতাশ হবে না। বাংলাদেশের সুন্দর সব লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। ১৩ই জানুয়ারি দুপুর ১২টায় রাজধানীর বলাকা সিনেমা হলে এ ছবির প্রিমিয়ার অনুষ্ঠান করতে যাচ্ছি। অনুষ্ঠানে ছবির সকল কলাকুশলী ও সাংবাদিক একসঙ্গে বসে ছবিটি দেখবেন। বাংলাদেশের ভালো ৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। ওয়াহেদ রহমান প্রযোজিত পরীমনি ও বাপ্পি ছাড়াও এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, সেলিম, ডিজে সোহেল ও শতাব্দী ওয়াদুদ প্রমুখ। পরিচালকের জন্য সুখবর হচ্ছে এই ছবির সঙ্গে একই দিন অন্য কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তাই ছবিটি বেশ ভালো ব্যবসা করবে বলে আশা প্রকাশ করছেন তিনি।

উল্লেখ্য, পরীমনি বর্তমানে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির শুটিংয়ে চাঁদপুরে রয়েছেন। ৭ই জানুয়ারি থেকে শুরু হয়েছে ছবিটির তৃতীয় ধাপের শুটিং। এমনটাই জানালেন ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। এরই মধ্যে দুই ধাপে চাঁদপুর ও কলকাতায় শুটিং হয়েছে। সেখান থেকে ফিরে পরী ‘কত স্বপ্ন কত আশা’ নামে তার নতুন ছবির প্রচারণার কাজে সময় দেবেন।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।