ক্রাইমবার্তা রিপোট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : ফোকাস বাংলা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত কোটি কোটি বইয়ের মধ্যে কিছু ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যাঁরা এসব ভুলের জন্য দায়ী, তাঁদের খুঁজে বের করে যথাযথ শাস্তি দেওয়া হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, পাঠ্যপুস্তক তৈরি, ছাপানো, বিতরণ এটি একটি বিশাল কর্মযজ্ঞ। এতে ছোটখাটো কিছু ভুলত্রুটি হয়েছে। এই ভুলগুলো হওয়া উচিত ছিল না। ভুল সংশোধন এবং এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনসিটিবির প্রাথমিক তদন্তের ভিত্তিতে গতকাল দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এসব ভুলের পেছনে কারা দায়ী, তা এই কমিটি খুঁজে বের করবে এবং তাঁদের শাস্তির ব্যবস্থা করবে। পাশাপাশি এই কমিটি পাঠ্যবইয়ে কী কী ভুল হয়েছে, সেগুলোও খুঁজে বের করবে। পরবর্তী সময়ে এর আলোকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।