আটকরা ১৬ জন শিশু, ২৯ জন নারী এবং ৪০ জন পুরুষ। তাদের বাড়ি চট্টগ্রাম, সাতক্ষীরা এবং খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে বলে জানা গেছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কম্পানি কমান্ডার মো. আব্দুল জলিল জানান, পুটখালি সীমান্ত দিয়ে অবৈধপথে নারী ও শিশুসহ বেশ কয়েকজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে- এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ৮৫ বাংলাদেশিকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা ভালো কাজের আশায় ভারতে গিয়ে দিল্লি শহরে বেশকিছু দিন অবস্থান করার পর পুলিশি ধরপাকড়ের ভয়ে দেশে ফিরে আসছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হযেছে। আটককৃতদের আজ দুপুরে যশোর আদালতে পাঠানো হয়ছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার এসআই মনিরুজ্জামান।