ক্রাইমবার্তা রিপোট:১১.০১.১৭:আকবর হোসেন,তালা : তালা উপজেলায় ১১নং জালালপুর ইউনিয়নের সার্বিক তত্বাবধানে, স্বপ্ন প্রকল্পের আওতায়, টখউচ অর্থায়নে, ১৫ জন অসহায় দরিদ্র জন জনগনকে স্বাস্থ্য সম্মত স্যানেটারী তৈরীর সরঞ্জামাদী প্রদান করা হয় ।
সকাল ১০.০০ঘটিকা হইতে ১২.০০ ঘটিকা পর্যন্ত ১১নং জালালপুর ইউনিয়ন পরিষদের হল রুমে, স্বাস্থ্য সম্মত স্যানেটারী (টয়লেট) ব্যবহারের উপর, জালালপুর পাবলিক হেলর্থ এর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার নজরুল ইসলাম কর্তৃক প্রশিক্ষন প্রদান করা হয় । প্রশিক্ষণ শেষে তাদের হাতে স্বাস্থ্য সম্মত স্যানেটারী তৈরীর সরঞ্জামাদী তুলে দেন ১১জালালপুর ইউপির চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, টখউচ জেলা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১১ জালালপুর ইউপির ইউপি সদস্য মোঃ আনারুল ইসলাম, ইউপি সদস্য গোলাম মোস্তফা, ইউপি সদস্য আশরাফুল গোলদার,মহিলা ইউপি সদস্য আবেদা সুলতানাসহ ১৫ জন সুবিধাভূগি । তাদের হাতে ৫টি টিন,৪টি রিং,১টি স্লাপ প্রদান করা হয় । উল্লেখ্য যে, প্রশিক্ষন শেষে ১৫ জন সুবিধাভূগীর প্রত্যেকের হাতে ২শত টাকা করে যাতায়াত ভাতা প্রদান করা হয় ।
তালায় পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ৩৬ জন মহিলা শ্রমিককে টাকা প্রদান
তালাঃ তালা উপজেলা ১১ জানুয়ারী উন্নয়ন মেলায় স্বপ্ন প্রকল্পের গ্রামীন সরকারী সম্পদ রক্ষনাবেক্ষনের বিনিময়ে, মহিলা শ্রমিকদের পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে টহউচ সহযোগিতায় মোঃ আতাউর রহমান খান টেলিট (উদ্যোক্তা তালা পোষ্ট ই সেবা) এর সার্বিক পরিচালনায়, পোস্টাল কার্ডের মাধ্যমে ৩৬ জন মহিলা শ্রমিককে ক্যাশ টাকা প্রদান করা হয়েছে । উক্ত সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন,তালা থানার অফিসার্স ইনচার্জ হাসান হাফিজুর রহমান,সাতক্ষীরা জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু ,তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম,স্বপ্ন প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ রেজাউল করিম, পোষ্ট ই সেবার সাতক্ষীরা টেইনার শেখ শরিফুল ইসলাম,কলারোয়ার টেইনার রাজু আহমেদ,তালা টেইনার হারুন অর রশিদ, উদ্যোক্তা মোঃ স্বাধীন, পাটকেলঘাটা পোষ্ট ই সেবা), উদ্যোক্তা সিদ্দিকুর ইসলাম-বারুইপাড়া, উদ্যোক্তা মুশিদ আলম-হরিহরনগর, উদ্যোক্তা অনুরেশ দাস-খেশরা, উদ্যোক্তা প্রনয় কবিরাজ-মহান্দীসহ সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।