কালিহাতীতে ১৩ জন জুয়ারু-মাদক সেবী গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোট:১১.০১.১৭:কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জুয়ারু ও ৫ মাদক সেবীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।4
কালিহাতী থানার অফিসার ইনচার্জ খ.মো.আখেরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই শাহজাহানের নেতৃত্বে উপজেলার আগজোয়াইর গ্রামের আঃ ছালামের বসত বাড়িতে অভিযান চালিয়ে ৮ জুয়ারুকে গ্রেফতার করেছে। অপরদিকে উপজেলার রাজাবাড়ী রেল ক্রসিংয়ের পাশে মাদক সেবনের সময় এস আই সাইদুলের নেতৃত্বে ৫ মাদক সেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সাইফুল ইসলাম(৩৫), রাসেল মিয়া(২৮), মাসুদ মিয়া(৪০), আরিফ হোসেন(৩২),ইয়াছিন(৩০),শাহিনুর(৩০),রাজিব(৪০),জবান আলী(৪০),গনেশ চন্দ্র(৪৫),কাদের(৫৭),আঃ কদ্দুছ(৫০),উজ্জল মিয়া(৫০),রানা আহম্মেদ(২২)। গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করেছে।

কালিহাতী-বড়চওনা সড়কের নির্মাণ কাজ উদ্বোধন
শাহ আলম,কালিহাতী :টাঙ্গাইলের কালিহাতী-বড়চওনা সড়কের-৫ কোটি ৩২ লাখ টাকা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালিহাতী কলেজ মোড় স্থানে সড়কের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন,কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি-কম,কালিহাতী কলেজের অধ্যক্ষ আঃ রহিম ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

 

 

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।