ক্রাইমবার্তা রিপোট:১১.০১.১৭:ফিরোজ হোসেন : সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি ঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা শীর্ষক সেমিনার এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকা ও সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকা’র সহকারি কিউরেটর মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল প্রমুখ। সেমিনার শেষে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল।
ক্যাপশন : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …