SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈলে মাটি ভরাটের কাজে ইউএনও’র নামে পুকুর চুরি #আগুনে পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি

ক্রাইমবার্তা রিপোট:১১.০১.১৭:রাণীশংকৈলে মাটি ভরাটের কাজে ইউএনও’র নামে পুকুর চুরি

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কাতিহার হাটে মাটি ভরাটের কাজে ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান’র নামে পুকুর চুরি করেছে অফিস সুপার রফিকুল আলম । হাটের কিছু অংশে বিক্রয় পণ্য নিয়ে বসতে হাটুরেদের অসুবিধা থাকায় এ কর্মসূচী হাতে নেওয়া হয়। ইউনিয়ন পরিষদের অর্থে কাজের দায়িত্ব নেন ইউএনও। অফিস সুপার (ওএস) রফিকুল আলম তদারকির দায়িত্ব পালন করেন। উন্নয়নমূলক কাজের হিসেবে পুরোপুরি গন্ডগোল করা হয়েছে। বিশ্বস্থ সুত্রমতে, হাটে ৭৫ ট্রাক্টর গুড়ি রাবিস ফেলে হিসেব দেখানো হয়েছে ৯০ গাড়ি। প্রতি ট্রাক্টর গুড়ি রাবিসের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা যার প্রকৃত মূল্য ৫০০ টাকা। মাত্র ৩ জন শ্রমিক খাটানো হয়েছে মাটি সমতল করার কাজে সেখানে খরচ দেখানো হয়েছে ১০ হাজার টাকা। বাচোর ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ১ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। রফিকুল আলম তার নিজস্ব ভাটা এমএইচ ব্রিকস থেকে রাবিসগুলো সরবরাহ করে এ দুর্ণীতি করেছে। মোবাইল ফোনে আলাপ চারিতায় ওএস রফিকুল আলম বলেন, আপনাদের কি লিখার আছে লিখুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, আপনারা লিখে দেন কাজ খুব ভাল হয়েছে।

 

 

রাণীশংকৈলে আগুনে পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি
মোঃ আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল চৌরাস্তা মোড়ে বৈদ্যনাথের মুদিখানা দোকানে মঙ্গলবার সন্ধ্যায় আগুনের ধোয়া দেখা যায়। সময় বাড়ার সাথে সাথে গোডাউন ঘর সহ দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখা দিলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে আসেন। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মিরা রাত ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পৌর মেয়র আলমগীর সরকর জানান। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে জানা যায়।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।