কালিহাতীতে ১৩ জন জুয়ারু-মাদক সেবী গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোট:১১.০১.১৭:কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জুয়ারু ও ৫ মাদক সেবীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।4
কালিহাতী থানার অফিসার ইনচার্জ খ.মো.আখেরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই শাহজাহানের নেতৃত্বে উপজেলার আগজোয়াইর গ্রামের আঃ ছালামের বসত বাড়িতে অভিযান চালিয়ে ৮ জুয়ারুকে গ্রেফতার করেছে। অপরদিকে উপজেলার রাজাবাড়ী রেল ক্রসিংয়ের পাশে মাদক সেবনের সময় এস আই সাইদুলের নেতৃত্বে ৫ মাদক সেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সাইফুল ইসলাম(৩৫), রাসেল মিয়া(২৮), মাসুদ মিয়া(৪০), আরিফ হোসেন(৩২),ইয়াছিন(৩০),শাহিনুর(৩০),রাজিব(৪০),জবান আলী(৪০),গনেশ চন্দ্র(৪৫),কাদের(৫৭),আঃ কদ্দুছ(৫০),উজ্জল মিয়া(৫০),রানা আহম্মেদ(২২)। গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করেছে।

কালিহাতী-বড়চওনা সড়কের নির্মাণ কাজ উদ্বোধন
শাহ আলম,কালিহাতী :টাঙ্গাইলের কালিহাতী-বড়চওনা সড়কের-৫ কোটি ৩২ লাখ টাকা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালিহাতী কলেজ মোড় স্থানে সড়কের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন,কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি-কম,কালিহাতী কলেজের অধ্যক্ষ আঃ রহিম ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

 

 

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।