গুলিবিদ্ধ শারমিন সুলতানা ঢাকা মহানগর দক্ষিণের ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী রেজা রানার মা।
বুধবার রাতে শারমিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী কাইয়ুম জানান, ৩৩নং চামেলীবাগের ৭তলা ভবনের ষষ্ঠ তলায় থাকেন আলী রেজা রানা। মঙ্গলবার কয়েক যুবক বাসায় এসে তাকে খুঁজে যায়।
বুধবার সন্ধ্যায়ও তারা আবার আসে। দরজায় নক করার পর রানার মা শারমিন সুলতানা এসে দরজা খোলেন। অস্ত্রধারীরা তার কাছে জানতে চায় রানা কোথায়। তিনি তাদের কাছে রানাকে খোঁজ করার কারণ জানতে চান।
এতে ক্ষিপ্ত হয়ে শারমিন সুলতানাকে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শারমিন সুলতানার কোমরের ডানদিকে ও ঊরুতে তিনটি গুলি লেগেছে।
রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢামেকের অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছিল।