প্রথম পর্বে অংশ নেওয়া জেলাগুলো হলো- গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, বাগেরহাট, কঙ্বাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল ও সাতক্ষীরা।
ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, এরই মধ্যে সরকারের বিভিন্ন সংস্থা ও সিটি করপোরেশন আগত মুসল্লিদের সুবিধার্থে পানি, বিদ্যুৎ ও টয়লেট নির্মাণের কাজ সম্পন্ন করেছে।
এদিকে, মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি জানান, এ বছর ইজতেমার প্রথম পর্বে মোট ছয় হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া মুসলি্লদের সুবধার্থে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন, র্যাব, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যের পাঁচটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
–