অর্ধনগ্ন ছবি নিয়ে বিপাকে দিশা

ক্রাইমবার্তা বিনোদোন ডেস্ক: ১২.০১.১৭:
দিশা পাটানি। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে এই নামটি এখন বেশ পরিচিত। ছবিতে তার নিরীহ মিষ্টি চেহারা ও স্বভাব মন কেড়েছিল দর্শকদের। মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ক্যাপ্টেন কুলের বান্ধবীর ভূমিকায় দেখা গিয়েছিল দিশাকে।

কিন্তু এবার তাকে দেখা গেল এক্কেবারে অন্য লুকে। হট এবং বোল্ড লুক দিয়ে সিনেপ্রেমীদের তাক লাগিয়ে দিলেন দিশা।

প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো প্রথম সারির নায়িকারা যা করেননি, তা করলেন দিশা। বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রতনানির ২০১৭-র ক্যালেন্ডার শুটের জন্য অর্ধনগ্ন হলেন এই অভিনেত্রী।

আর তাতেই তার ভক্তদের উত্তেজনার পারদ চড়ল চরচর করে। স্মোকি চোখ এবং এলো চুলে ফ্যানদের কয়েক গুণ হার্টবিট বাড়িয়ে দিলেন দিশা। নিজের ইসন্টাগ্রামে সেই ছবি পোস্ট হতেই কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। বিপাকে পড়েছেন তিনি।

তবে টপলেস হওয়া নিয়ে সাফাই গাইলেন দিশা। জানালেন, তিনি টপলেন হননি। তার খোলা পিঠটাই শুধুমাত্র ক্যালেন্ডারের ছবিতে দেখা যাচ্ছে। ডাব্বুর সঙ্গে প্রথমবার ফটোশুটের অভিজ্ঞতা কেমন ছিল?

রিয়েল লাইফে টাইগার স্রফের বান্ধবী বললেন, আমি স্মোকি লুক আর খোলা চুলে শুট করতে চেয়েছিলাম। বাকি ডাব্বু আমায় ঠিক যেভাবে নির্দেশ দিয়েছে, সেটাই শুনেছি। ওর সঙ্গে শুট করে দারুণ লাগল।

আপকামিং ছবি ‘কুংফু যোগা’তে অভিনেতা সোনু সুদ এবং জ্যাকি চ্যাংয়ের সঙ্গে অভিনয় করবেন দিশা। সূত্র: সংবাদ প্রতিদিন

 

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।