পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ নির্ধারণ করেন।
উচ্চ আদালতে এ সংক্রান্ত একটি রিট আবেদন করা হয়েছে জানিয়ে এর আগে খালেদার পক্ষে সময় আবেদন করা হয়।
একই আদালতে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারকাজও চলছে। বৃহস্পতিবার দুপুরে মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে পৌঁছান খালেদা জিয়া।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করে দুদক।
এছাড়া জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক।