‘জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণে জনগণ হতাশ’

‘জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণে জনগণ হতাশ’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর বলেছেন, জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ গতানুগতিক, আত্মতৃপ্তি ও আত্মসন্তুষ্টিতে ভরা। তিনি উন্নয়নের যে ফিরিস্তি দিয়েছেন, তা অসত্য ও ভুলে ভরা। এ ভাষণে জনগণ হতাশ হয়েছে।

সরকারের ৩ বছর পূর্তিতে জাতির উদ্দেশে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতায় ভাল করে বোঝেন দেশ উন্নয়ন, না অবনতির দিকে।

তিনি বলেন, হামলা মামলা জর্জড়িত বিরোধীদলগুলোকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। গণতান্ত্রিক স্পেস প্রতিদিন সংকোচিত হয়েছে। নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

বিএনপির মহাসচিব বলেন, দেশে এখন দুর্নীতি, লুণ্ঠন, অবাধে চলছে। শেয়ারবাজার ও  ব্যাংকগুলো  লুট হয়ে গেছে, জনজীবনের  কোনো নিরপত্তা নেই, আয়ের বৈষম্য দিনদিন বেড়েছে।

তিনি বলেন, শিক্ষার মান নেই, শিশুদের পাঠ্যপুস্তক ভুলে ভরা। গুম, খুন শিশু হত্যা নারী ধর্ষণ নিত্যদিনের ঘটনা।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে এই বিষয়গুলো সুকৌশলে এড়িয়ে গেছেন।

এসময় চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।