কালিয়াকৈরে লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক ॥

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, ১৪ জানুয়ারীঃ গাজীপুরের কালিয়াকৈরে শনিবার এক নারী পোশাক কর্মী তার স্বামীর লাঠির আঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। নিহতের নাম কবিতা রাণী দাস (২৮)। সে নড়াইল জেলা সদরের পোড়া বাদুরী এলাকার বাপ্পি দাসের স্ত্রী।3

কালিয়াকৈর থানার এসআই শহীদুর রহমান ও নিহতের পরিবার জানায়, নড়াইল জেলা সদরের পোড়া বাদুরী এলাকার বাপ্পি দাস প্রায় ১২ বছর আগে একই থানার বেলাহাটি গ্রামের নির্মল গুপ্ত দাসের মেয়ে কবিতা রাণী দাসকে ভালবেসে বিয়ে করেন। তাদের সংসারে তুলি দাস (৮) ও তজু দাস (৩) নামের দুইটি সন্তান রয়েছে। বাপ্পি দাস স্ত্রী ও সন্তানদেও নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার আনোয়ার হোসেনের বাড়ীতে ভাড়া থাকে। বাপ্পি দাস এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতো এবং কবিতা রানীদাস স্থানীয় সাউদার্ন নীট কম্পোজিট কারখানায় চাকুরী করতো। বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল। শনিবার দুপুরে কারখানা থেকে বের হয়ে দুপুরের খাবারের জন্য বাসায় আসে কবিতা। এসময় কবিতার সঙ্গে তার স্বামী বাপ্পি দাসের বাকবিতন্ডা শুরু হয়। বাকবিন্ডার একপর্যায়ে বাপ্পি তার স্ত্রীর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই কবিতার মৃত্যু হয়। এসময় হৈচৈ শুনে আশপাশের লোকজন এসে কবিতাকে উদ্ধার করে বাড়ইপাড়া এলাকায় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী বাপ্পি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং বাপ্পিকে আটক করে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।