ধানমন্ডির কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক সামনে আরো কঠিন সময় মোকাবিলা করতে হবে : শেখ হাসিনা

  ক্রাইমবার্তা রিপোট:১৪ জানুয়ারি ২০১৭,শনিবার

নির্বাচনী অঙ্গীকারের অধিকাংশই পূরণ হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সরকারের তিন বছর পার হয়েছে, আমরা চার বছরে পা রেখেছি। সামনে আরো কঠিন সময় মোকাবিলা করতে হবে। তবে আত্মবিশ্বাসের সাথে চলতে হবে, সততা নিয়ে কাজ করতে হবে। মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে, মানুষের কল্যাণের কথা চিন্তা করতে হবে।

আজ শনিবার বিকেলে দলীয় সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন।
দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর দলের দ্বিতীয়বারের মতো নিজ রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী।

এ সময় সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে দলীয় প্রধান শেখ হাসিনা আরো বলেন, ‘তিন বছর পূর্ণ করে সরকার চার বছরে পা রেখেছে। আগের নির্বাচনে আমরা যা প্রতিশ্রুত দিয়েছিলাম, তার অধিকাংশই পূরণ করেছি। কোনো কোনো ক্ষেত্রে প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করেছি। সামনের নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তাই এখন থেকেই নির্বাচনের জন্য কাজ করতে হবে। এখন থেকেই নির্বাচনি ম্যানিফেস্টো (ইশতেহার) ঠিক করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা জিনিস মানুষকে জানাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় এলে লুটপাট হয়, হাওয়া ভবন খোলে। মানুষ খুন, সন্ত্রাস, লুটপাট ছাড়া বিএনপি আর কিছুই দিতে পারে না। মানুষকে এটাও বলতে হবে, সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নতি হবে না।’

জনগণের জন্য, জনগণের ভাগ্য গড়ার জন্য রাজনীতি করেন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি দলের সবাইকে মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘মর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে হবে, মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। দেশ ও মানুষের কল্যাণের কথা চিন্তা করতে হবে। আমি চাই সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আমাদের মূল লক্ষ্য হবে মানুষের সেবা করা।’

নিজ রাজনৈতিক কার্যালয়ে আসা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘নেতা-কর্মীদের সাথে দেখা করতে দলীয় কার্যালয়ে এসেছি। জনস্বার্থেই কম আসা হয়। পার্টির কাজ করে যাচ্ছি। কিন্তু অনেকদিন এখানে আসি না। মনটা চাচ্ছিল এখানে আসি। তাই চলে এসেছি।’

এর আগে সর্বশেষ ২০১৪ সালের ৭ নভেম্বর বিকেলে ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন তিনি।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।