ঢাবি অধ্যাপকের দাবী, ’ইসলামী ব্যাংকে কোন নারী নাই’

অনলাইন ডেস্ক: আজ গুলশানের একটি হোটেলে আয়োজিত এক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ড. হাফিজুর রহমান দাবী করেছেন, ইসলামী ব্যাংকে কোনো নারী নেই, তাই ব্যাংকটিতে নারী নিয়োগ করতে হবে। এছাড়া, ইসলামী শরীয়ার ভিত্তিতে পরিচালিত এই ব্যাংকটিতে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ বিধর্মীদেরকেও নিয়োগ দেয়ার দাবী জানিয়েছেন তিনি।

ড. হাফিজ বলেন, ইসলামী ব্যাংকে কোনো নারী নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্মের লোকবল নেই। কাজেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া প্রগতিশীল যে আন্দোলন ছিল, ৭৫ এর পর সেটা ধ্বংস হয়ে গেছে। এটাও পুনরুদ্ধার করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ডক্টরেট ডিগ্রীধারী এই অধ্যাপক আরো বলেছেন, ইসলামী ব্যাংকের কসমেটিক পরিবর্তন আনলে হবে না। মূলে পরিবর্তন আনতে হবে। এজন্য নারীসহ বিভিন্ন ধর্মের লোকও নিয়োগ দিতে হবে ব্যাংকটিতে।

শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে আয়োজিত ‘জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকটির আয়োজন করে রিজিওনাল অ্যান্টি টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউট (রাত্রি)।

ড. হাফিজুর রহমান বলেন, ইসলামী ব্যাংকে ৮০ হাজার কোটি টাকার আমানত রয়েছে। আমানতকারীর আস্থা ব্যাংকটি অর্জন করতে পেরেছে। এটা অটুট রাখতে হবে। এছাড়া করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা সিএসআর কর্মসূচি বাড়াতে হবে। শিক্ষা, মুক্তিযুদ্ধ ও সামাজিক খাতে অনুদান বাড়াতে হবে। তাই কসমেটিক পরিবর্তন আনলে হবে না। সমূলে পরিবর্তন আনতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে ঢাবি’র সমাজবিজ্ঞান বিভাগের  অধ্যাপক ড. জিনাত হুদা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহারিয়ার কবির, ইসলামী ব্যাংকের পরিচালক ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সাংবাদিক প্রণব সাহা প্রমুখ অংশ নিয়েছেন।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।