বিএনপিকে ধৈর্য ধরার পরামর্শ নাসিমের

নির্বাচন কমিশন গঠন (ইসি) ও জাতীয় নির্বাচনের জন্য বিএনপিকে ধৈর্য ধরার পরামর্শ দিলেন ১৮ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে তিনি এ পরামর্শ দেন।

বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ‘আপনারা ধৈর্য দেখিয়েছেন গত এক বছর, আরও ধৈর্য দেখান। নির্বাচন (আগামী জাতীয় সংসদ নির্বাচন) পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। নির্বাচন হবে। নির্বাচনে অংশ গ্রহণ করুন।’

এসময় তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘রাষ্ট্রপতি বলেছেন, তিনি সবার মতামতের ভিত্তিতে শক্তিশালী, নিরপেক্ষ ইসি গঠন করে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।’

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আওয়ামী লীগসহ যে সব রাজনৈতিক দল অংশ নিয়েছে ১৪ দলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানান নাসিম।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মধ্যে ভাঙনের ষড়যন্ত্র চলছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের নাসিম বলেন, ‘১৪ দলে হচ্ছে আমাদের মহাসম্মেলন। আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা চিরদিন এক সঙ্গে কাজ করে যাব। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে সবাই আমরা ১৪ দলকে ঐক্যবদ্ধ রাখব।’

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে বৈঠক আরও অংশ নেন-জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদের আরেক অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ ১৪ দলের নেতারা। এছাড়াও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন- মাহবুল উল আলম হানিফ, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, এমএম কামাল, মুকুল বোস প্রমুখ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।