ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর উদ্বোধণ করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জেলা শিক্ষা অফিসার (অতিঃ দায়িক্ত) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘খেলা-ধূলা দেহ মনকে সতেজ রাখে। মেধা বিকাশে লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধূলার বিকল্প নেই’।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমরেশ কুমার দাস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা (চলতি দায়িক্ত) মায়া রাণী নাথ, সহকারি প্রধান শিক্ষিকা (চলতি দায়িক্ত) বেগম রোজিনা খাতুন, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সহকারি শিক্ষিকা বেগম উম্মে হাবিবা, সহকারি শিক্ষিকা বেগম রীনা রাণী নন্দী, সহকারি শিক্ষক আনিছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও অভিভাবকবৃন্দ। রোবার বিকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল।
ক্যাপশন : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধণ করছেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …