ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে বিজয় দিবসের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিজয় দিবসে শাড়ি ক্রয় বাবদ হল থেকে প্রদেয় ৫৫০০ টাকা হলের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মসাৎ করেছে বলে ওই হলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষ্যে হল শাখা ছাত্রলীগ কমিটির সদস্যদের শাড়ি ক্রয় বাবদ ৫৫০০টাকা প্রদান করে হল কর্তৃপক্ষ। হল শাখা ছাত্রলীগ কমিটির সভাপতি সুমাইয়া ইয়াসমিন ও সাধারণ সম্পাদ শারমিন আক্তারের কাছে এ টাকা প্রদান করা হয়। সভাপতি সাধারণ সম্পাদক কমিটির অন্য সদস্যদের না জানিয়ে নিজেরা আত্মসাৎ করে। পরে কমিটির অন্যান্য সদস্যরা বিষয়টি জানতে চাইলে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে এবং তাদের সাথে খারাপ আচরণ করে।
ইবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অমিত কুমার দাস বলেন,“ওরা ৪টি শাড়ি কেনার কথা বলে হয়ত দুটি শাড়ি কিনেছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।”
হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে পারব না”।