ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের মধ্যা দিয়ে আনন্দ র্যালি করেছে জেলা ছাত্রলীগ। দশম জাতীয় সংসদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের সফলতার ৩ বছর পূর্তি উপলক্ষে (আজ) শনিবার বিকেল ৫ টায় শহরে এ র্যালির আয়োজন করে তারা। উত্তর তেমুহনী ট্রাফিক চত্তর থেকে শেখহাসিনা সরকারের নানা উন্নয়নের শ্লোগানে মুখরিত হয়ে সংগঠনটির নেতা কর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় র্যালি থেকে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে বাজারের ব্যবসায়ীরা জানান। এতে করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করে বলেও জানান তারা।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …