ক্রাইমবার্তা রিপোট:মীর খায়রুল আলম: দেবহাটা উপজেলার ঐতিহাসিক বনবিবি বটতলায় প্রতিবছরের ন্যায় এবারও হাজুত মেলায় শতশত দর্শণার্থীদের ভিড়ে মুখোরিত হয়। প্রাায় ১.২ একর জমির উপর এই বটগাছটি বিস্তৃত দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী ও রহস্যেঘেরা বনবিবি বটগাছতলায় বাৎসরিক মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ৩রা মাঘ এলাকার যুবকদের আয়োজনে দীর্ঘদিন ধরে এ মেলা পালিত হয়ে আসছে। উপজেলা সদরের শতবছরের পুরানো ঐতিহ্যবাহী এবং রহস্যেঘেরা উক্ত বটবৃক্ষকে নিয়ে নানারকম কল্পকাহিনী রয়েছে। গাছটিকে ঘিরে যেমন রয়েছে রহস্য তেমনি রয়েছে গাছটির সৃষ্টির নানারকম কল্পকাহিনী। সবচেয়ে আশ্চর্যের বিষয় বিশাল আকৃতির আনুমানিক কয়েক বিঘা জমি নিয়ে বিস্তৃত গাছটির মূল গাছ কোনটি সেটা কেউ বলতে পারেনি। আরো একটি আকর্ষনীয় বিষয় গাছটির শেকড় উপর থেকে নীচে নেমে সেই শিকড় থেকে আরো গাছের জন্ম দিচ্ছে। পরষ্পর গাছটি বড় ও বিস্তৃত হচ্ছে। গাছটি অনেকবার কাটার চেষ্টা করা হলেও সেটা বিফল হয়েছে। ইতোমধ্যে এই বটবৃক্ষের তলায় সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সময়ে বনভোজনের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠান সরকারিভাবে এখানে উদযাপন করা হয়। গাছটি একটি দর্শনীয় ও আকর্ষনীয় স্থান হিসেবে পর্যটন হিসেবে ব্যবহার করার জন্য এলাকাবাসী বারবার দাবি জানিয়ে আসছে। ৩রা মাঘ অনুষ্ঠিত উক্ত মেলায় উপজেলাসহ আশেপাশের অনেক এলাকা থেকে দর্শনার্থীরা এখানে ভিড় করে। শনিবার অনুষ্ঠিত উক্ত মেলায়ও এর ব্যতিক্রম হয়নি। হাজারো মানুষ এখানে এসে তাদের মনবাসনা পূর্ন করার জন্য বনবিবির কাছে মানত করে হাঁস, মুরগীসহ টাকা পয়সা দান সদকা করে যান। বনবিবিতলার বর্তমান খাদেম মুনসুর আলী জানান, তিনি দীর্ঘদিন যাবৎ এখানে দায়িত্ব পালন করেন। এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় এখানে বাৎসরিক মেলার আয়োজন করা হয়। এখানে ধর্ম-বর্ণ,নৃর্বিশেষে সকলে একত্রে মিলিত হয়ে মনের আশা আকাঙ্খার কথা স্মরণ করে। মেলার দিন বিশাল বটবৃক্ষের নিচে চুলা তৈরী করে কেউ খির, কেউ খিঁচুড়ি, আবার কেউ ভাত রান্না করে নিজেরা খায় এবং অন্যদেরকেও খাওয়ায়। তাছাড়া মেলার কর্তৃপক্ষের পক্ষ থেকে দুপুরে তাবরকের ব্যবস্থা করা হয়। এমেলা দেখতে উপজেলা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমাবেত হয়ে উক্ত স্থানটি মুখোরিত করে তোলে।
Check Also
আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …