ক্রাইমবার্তা রিপোট:ভারতের বিহার রাজ্যের পাটনায় নৌকাডুবে ২৪ জন প্রাণ হারিয়েছেন। ‘মকর সংক্রান্তি’ উৎসবে যাওয়ার পথে শনিবার সন্ধ্যায় গঙ্গায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নৌকাটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। এদের অনেককেই উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ছয়জনকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনডিটিভি এ খবর জানিয়েছে।
অন্ধকারের কারণে শনিবার রাত থেকে সকাল পর্যন্ত তল্লাশি অভিযান স্থগিত করা হয়েছিল। আজ রোববার সকালে থেকে আবার উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে।
এ ঘটনায় এখনও চার থেকে পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী চন্দ্রশেখর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
মকর সংক্রান্তি উপলক্ষ্যে পাটনার গঙ্গা দিয়ারা চড়ে প্রতি বছর তিনদিন ব্যাপী ঘুড়ি উৎসব হয়। অনেক মানুষ উৎসবে যোগ দেয়।
শনিবার সন্ধ্যায় পাটনার গঙ্গা ঘাট থেকে উৎসাহীদের নিয়ে একটি নৌকা দিয়ারার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাজ্য পর্যটন বিভাগের ব্যবস্থাপনায় বিনা ভাড়ায় নৌকাযোগে এসব লোকজনকে উৎসবস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি সন্ধ্যা ৬টার দিকে ডুবে যায় বলে খবর।
তবে আগারওয়াল জানিয়েছেন, অতিরিক্ত যাত্রীর কারণে অথবা মাঝ নদীতে অন্য একটি দেশী নৌকার সাথে সংঘর্ষে নৌকাটি ডুবে গেছে।
নৌকার যাত্রীদের মধ্যে ১০ থেকে ১২ জন সাঁতরে তীরে উঠে রক্ষা পান।
“আমাদের ধারণা অন্তত চার থেকে পাঁচজনের লাশ নদীতে আছে,” বলেন চন্দ্রশেখর।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আগারওয়ালকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
ঘটনার পর থেকে গঙ্গা দিয়ারার ঘুড়ি উৎসব বন্ধ রাখা হয়েছে।