কলেজ শিক্ষককে হত্যা করে বাসায় ডাকাতি

ক্রাইমবার্তা রিপোট:খুলনা মহানগরীতে কলেজ শিক্ষককে হত্যা করে বাসার মালামাল লুট করেছে ডাকাত দল। নিহত শিক্ষকের নাম চিত্তরঞ্জন বাইন।
রোববার দুপুর ২টার দিকে নগরীর শের-ই-বাংলা রোডের আমতলা এলাকায় ৫৯নং বাড়ির নিচতলায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।14
চিত্তরঞ্জন জেলার ডুমুরিয়ার কৈয়াবাজার সংলগ্ন শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।

পুলিশের সূত্র জানায়, চিত্তরঞ্জনকে তার আত্মীয়রা ফোন করলে ফোন রিসিভ হচ্ছিল না। রোববার বেলা ১১টার দিকে কয়েক আত্মীয় গিয়ে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো, জানালার গ্রিল কাটা। আর খাটে হাত-পা বাঁধা অবস্থায় চিত্তরঞ্জন পড়ে আছেন।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় ডাকাতরা চিত্তরঞ্জনকে হত্যা করে ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে বলে পুলিশের ধারণা।

চিত্তরঞ্জন গাইনের আত্মীয়া ঝর্না গোলদার বলেন, চিত্তরঞ্জনের স্ত্রী লাকী গোলদার তার দুই কন্যাকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলেন।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।