ঝালকাঠিতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত -দু:স্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন শিল্পমন্ত্রী আমু

ক্রাইমবার্তা রিপোট:মো:নজরুল ইসলাম, ঝালকাঠি::2 উপকূলীয় জেলা ঝালকাঠিতে গত তিন দিন ধরে শীত জেঁকে বসেছে। তীব্র শীতে চরম ভোগান্তিতে পরেছে নিন্ম আয়ের মানুষ। অনেকেই খরকুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাগেছে, শনিবার সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন ৭.০৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বরিশালের স্থানীয় আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় সূর্য উঠলেও তাপ তেমন না থাকায় শীতের তীব্রতা তেমন কমেনি। তীব্র শীতের কারণে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। একারণে দু:স্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রবিবার দুপুর ২ টায় সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় সভা শেষে দু:স্থ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন তিনি। এ বছর সরকারি ভাবে সদর উপজেলা এক হাজার ৭২ জন দু:স্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। এছাড়াও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সদর উপজেলার শ্রেষ্ঠ ৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ, গবাধী প্রাণির ৫ খামারির হাতে বিনামূল্যে ঔষধ, প্রান্তিক পর্যায়ের কৃষক ৫ জনকে পাওয়ারটিলার ও ৫ জনকে পাওয়ার খ্রেসার (ধান মাড়াই যন্ত্র) প্রদান করেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, ভাইসচেয়ারম্যান লিয়াকত আলী খান, ইসরাত জাহান সোনালী প্রমুখ।

 

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।