সাবেক সুন্দরীকে অ্যাসিড নিক্ষেপ

ইতালির সাবেক বিউটি কুইন জেসিকা নোতারো অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জেসিকার সাবেক প্রেমিক জর্জ এডসন তাভারেজকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এডসন তাভারেজ এ ঘটনার দায় অস্বীকার করেছেন।21

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২০০৭ সালে মিস ইতালি প্রতিযোগিতায় অংশ নেন জেসিকা নোতারো। তিনি একই সঙ্গে গায়িকা ও নৃত্যশিল্পী। ২৮ বছর বয়সী সাবেক এই সুন্দরী বর্তমানে একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা এবং ডলফিন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। এডসন তাভারেজের বিরুদ্ধে অভিযোগ হলো, ১২ জানুয়ারি জেসিকার বাসার বাইরে অপেক্ষা করছিলেন তিনি। জেসিকা বাসার সামনে আসার পরই নাম ধরে ডাক দিয়ে অ্যাসিড ছুড়ে মারেন তাভারেজ। অ্যাসিডে জেসিকার মুখের একাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে জেসিকা নোতারোর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জীবনের ঝুঁকি না থাকলেও তাঁর মুখের ক্ষত খুবই গভীর। একটি চোখের দৃষ্টিও হারাতে পারেন তিনি। জরুরি ভিত্তিতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।

২০১৪ সালে এক ডলফিন শোতে জর্জ এডসন তাভারেজের সঙ্গে পরিচয় হয় জেসিকা নোতারোর। এরপরই তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুই বছরের সম্পর্ক ভেঙে যায় গত বছর। এরপর থেকে নানাভাবে জেসিকাকে উত্ত্যক্ত করে আসছিলেন তাভারেজ। এমনকি এ নিয়ে আদালতে জর্জ তাভারেজের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগও দায়ের করেছিলেন জেসিকা। সে সময় জেসিকার বাড়িতে না যেতে তাভারেজকে আদেশ দেন আদালত।

জেসিকার এক বন্ধু জানান, সদা হাস্যময়ী জেসিকা জীবন নিয়ে সব সময়ই খুবই ইতিবাচক। তিনি বলেন, ‘কোনো মানুষের সৌন্দর্য নষ্ট করার মতো জঘন্য অপরাধ আর হয় না। আর এ ধরনের ভয়ানক হামলার পুনরাবৃত্তি হচ্ছেই।’

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।