সিন্ডিকেট করে জমি রেজিষ্ট্রি নিয়ে জনগনকে হয়রানী সহ্য করা হবেনা ………….শিল্পমন্ত্রী

9ক্রাইমবার্তা রিপোট:ঝালকাঠি প্রতিনিধি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জমি জমার মূল্য নির্ধারণ নিয়ে ঝালকাঠি রেজিষ্ট্রি অফিস জনগণকে হয়রানী করে লুটপাট করছে। কিন্তু এটা আর সহ্য করা হবেনা। এর বিরুদ্ধে আইনী প্রক্রিয়ার পাশাপাশি জনগণ প্রতিবাদে যদি কিছু করে তার দায়দায়িত্ব আমরা নেব না।

রেজিষ্ট্রি অফিসের সিন্ডিকেট আর চলবে না। সিন্ডিকেটের সাথে কর্মকর্তা কর্মচারী যদি জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশীয়ারি করেন শিল্পমন্ত্রী। ঝালকাঠি সদর সাব রেজেষ্ট্রি অফিসের জমি ক্রয়-বিক্রয়সহ সকল কার্যক্রম সাময়িক ভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সরকারি ভাবে ঝালকাঠি পৌর শহের জমির দাম মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি করা ও অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা রকমের অনিয়ম দুর্ণীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রী ক্ষুব্দ হয়ে গতকাল রবিবার দুপুরে জেলা আইনশৃঙ্খলার মিটিংয়ে এ ঘোষনা দেন। মন্ত্রী বলেন, ঝালকাঠি শহরের এক শতাংশ জমির সরকারি মূল্য নির্ধারন করা হয়েছে ৬০ লাখ টাকা যেটা ঢাকা শহরের অভিযাত এলাকা গুলশানের জমির দামরে চেয়ে বেশি। যার ফলে মানুষ জমি ক্রয় ও বিক্রয়ে প্রতিনিয়ত নানা ধরনে ভোগান্তিতে পরছে। মন্ত্রী ঝালকাঠি পৌর শহরের জমির সঠিক ভাবে মূল্য পুনরায় নির্ধারন করা নিদের্শ দেন। জনগনের ভোগান্তির কথা স্বীকার করে ঝালকাঠি সদর সাব রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারি আফজাল হোসেন বলেন, ‘ মন্ত্রী মহোদয়ের নির্দেশের পরে আমরা জমি দাম কমানো জন্য ইতমধ্যে হেড অফিসে আবেদন করেছি। আশা করছি দ্রুত জমির সরকারি মূল্য কমানো হবে।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।